দেশের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলোর মতই আমাদের জোড়খালী ইউনিয়নে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, এখানকার মানুষ স্বাংস্কৃতিকে ভালবাসে। প্রতি বছরই গ্রামে গঞ্জে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও গানের আসর। সংগঠনগুলোর মাঝে সবচেয়ে ১টি সংগঠন সুনাম অর্জন করে আসছে, সেটি হলো জালালপুর থিয়েটার। জালালপুর থিয়েটারটি ইতি মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে এ সংগঠনটির অনুষ্টান দেখা যায়। গণসচেতনায় গণনাটক, পথ্য নাটক, জারী, সারী, বাউল শিল্প, মঞ্চ নাটক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও জাতীয় দিবসে এই সংগঠনটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকে।
উল্লেখ যোগ্য নাটকঃ
১। আলো, পরিচালক, এস.এম. আব্দুল্লাহ, মঞ্চায়িত- চিনমৈত্রি সম্মেলন কেন্দ্র সহ সারা বাংলাদেশে শতাধিক বার মঞ্চায়িত।
২। আশারগুড়ে বালি, পরিচালক, এস.এম. আব্দুল্লাহ, মঞ্চায়িত- জেলা শিল্পকলা একাডেমি, বৈশাখী মেলার মাঠ, মেলান্দ কেদ্রীয় শহীদ মিনার, মুক্ত মঞ্চ।
৩। সময়ের সংলাপ
৪। বীরাঙ্গনার দাবী
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS